۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

হাওজা / রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসলামের নবী হযরত মুহাম্মাদ (স:)-কে অবমাননা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসলামের নবী হযরত মুহাম্মাদ (স:)-কে অবমাননা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। পুতিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, মহানবী (স:)-কে অবমাননা শুধু ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনই নয় বরং যেসব মানুষ ইসলাম অুসরণ করেন তাদের পবিত্র অনুভূতির লঙ্ঘন। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত সেপ্টেম্বর মাসে ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনে মহানবী (স:)’র বিকৃত ও মানহানিকর কার্টুন ছাপানোর সমালোচনা করেন পুতিন।

তিনি বলেন, এই ধরনের কাজকর্ম চরমপন্থা উত্থানে সহযোগিতা করে। কার্টুনিস্টদের স্বাধীনতারও একটা সীমা থাকা উচিত, অন্যের স্বাধীনতা লঙ্ঘন করা উচিত নয়।

প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া হচ্ছে বহু জাতিগোষ্ঠীর দেশ এবং বহু ধর্মের দেশ। ফলে রাশিয়ার জনগণ পরস্পরের প্রথার প্রতি সম্মান দেখাতে অভ্যস্থ।

تبصرہ ارسال

You are replying to: .